বর্ধমান রেল স্টেশন ম্যানেজার গোপালচন্দ্র চট্টোরাজ জানান, অতিরিক্ত পণ্যবোঝাই করার জন্যই এই দূর্ঘটনা ঘটেছে। বামদেব, আসানসোল লোকাল সহ কয়েকটি ট্রেন আটকে পরে। প্রায় ৩০ মিনিট পরে আটকে পরা ট্রেনগুলিকে অন্য লাইন দিয়ে পাশ করান হয়েছে। বিদ্যুতের তার জোড়ার কাজ চলছে। মালগাড়িটিকে অন্য ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে।