বর্ধমান, ০৯ জানুয়ারীঃ-শরীর খারাপ থাকায় মাত্র দুদিন বিশ্রাম নিয়েই আবার জেলা সফরে বেড় হলেন মুখ্যমন্ত্রী। আগামি কাল বৃহস্পতিবার পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসানসোল পোলো গ্রাউন্ড এবং বর্ধমান পুলিশ লাইনে দুটি সরকারী অনুষ্ঠানে আসছেন। এই অনুষ্ঠান দুটি থেকেই বেশ কিছু প্রকল্পের উদ্বোধন, কিছু প্রকল্পের শিলান্যাস এবং বিভিন্ন পরিষেবা প্রাপককের হাতে তাঁদের পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যায় তিনি কোলকাতা
থেকে
দুর্গাপুরে এসে পৌঁছান। দুর্গাপুর হাউসে আজ রাতে তিনি থাকবেন। কাল সাড়ে বারোটায় আসানসোলের সভা এবং আড়াইটায় বর্ধমানের সভায় যোগ দেবেন।
বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল এবং ক্যাটারিং ইন্সটিটিউট, সবলা কমপ্লেক্স, দুর্গাপুরে দ্বিতীয় শিল্প তালুক, মঙ্গলকোটে শোলার হাট, আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কালনায় সব্জি বাজার, আউশগ্রামের জঙ্গলমহলে জল প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
স্বনির্ভর দলের শোরুম, জল সরবরাহ প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
সাইকেল, কৃষি প্রযুক্তি যন্ত্র সরবরাহ, সব্জী ব্যবসায়ীদের জন্য ভ্যানগাড়ী, পাট্টা, ভূমিহীন কৃষকদের খাস জমির পাট্টা, ইন্দিরা আবাস যোজনা সহ বেশ কিছু পরিষেবা, পরিষেবা প্রাপকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সভার প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে। কৃষি মন্ত্রী মলয় ঘটক, ক্ষুদ্র ও কুটীর শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক ওঙ্কার সিং মিনা, পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা, আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দা সহ বিভিন্ন সরকারি আধিকারিক সভাস্থলগুলি পরিদর্শন করেন।