Site icon E Purba Bardhaman

ইন্দিরা আবাস যোজনায় চলতি আর্থিক বর্ষে ৩১৯৩ লক্ষ টাকা মঞ্জুর বর্ধমান জেলায়, কেন্দ্রের কাছ থেকে জেলা পেল দ্বিতীয় কিস্তির ৩৪ কোটি টাকা।

বর্ধমান, ১৪ জানুয়ারিঃ- ইন্দিরা আবাস যোজনার গ্রামীণ গৃহ নির্মান প্রকল্পে ২০১২-১৩ আর্থিক বর্ষে ১৪৭৪৭ টি বাড়ি তৈরীর জন্য ৩১৯৩ লক্ষ টাকা মঞ্জুর করল বর্ধমান জেলা প্রশাসন, কেন্দ্রের কাছ থেকে জেলা পেল দ্বিতীয় কিস্তির ৩৪ কোটি টাকা।

২০১০-১১ এবং ২০১১-১২ সালে জেলার ৩১ টি ব্লকে এই প্রকল্পে ২৫৮৩৮ টি বাড়ি তৈরী হয়েছে। পাকা বাড়ি তৈরীর জন্য ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে ৪৫ হাজার টাকা করে এবং নির্মল ভারত অভিযান প্রকল্পের ৩২০০ টাকা করে ২৫৮৩৮ টি বিপিএল পরিবারকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ধমানের জেলা শাসক ওঙ্কার সিং মিনা। তিনি জানান, চলতি আর্থিক বর্ষে ৩১৯৩ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে ১৪৭৪৭ টি নতুন বাড়ি তৈরীর জন্য এবং আগের অনুমোদিত প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র জমা দেওয়ায় কেন্দ্রের কাছে পাওনা ৩৪ কোটি টাকাও পেয়েছে জেলা। নির্মীয়মান বাড়ির মালিক তাঁর বাড়ি তৈরী হচ্ছে অথবা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এই ফটো জমা দিয়ে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তার পাওনা টাকা পেয়ে যাবেন। প্রতিটি ব্লকেই সোস্যাল অডিট করে দেখা হবে বাড়িগুলি প্ল্যান মাফিক তৈরী হয়েছে কিনা।

Exit mobile version