এদিন জেলাশাসক জানিয়েছেন, প্রায়শই বিনিয়োগকারীরা ছোট ছোট কারখানা বা শিল্প তৈরী করতে গিয়ে নানান সমস্যার মুখোমুখি হন। কখনও কখনও তাঁরা যা জানতে চান তা সঠিকভাবে না পাওয়ার অভিযোগও করেন। আর তাই মাস তিনেক আগে জেলা প্রশাসনের এক বৈঠকে এই বিষয়ে বিনিয়োগকারীদের সুবিধা দেবার জন্য এবং সঠিক দিশা দেখাতে এই ধরণের একটি ওয়েবসাইট করার প্রস্তাব ওঠে। আর এরপরেই বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শরদ দ্বিবেদীর নেতৃত্বে তৈরি হয় এই ওয়েবসাইট। জেলাশাসক এদিন জানিয়েছেন, এই ওয়েবসাইটে প্রথম দফায় ৩০ টিরও বেশি শিল্প স্থাপনের বিষয়ে যাবতীয় তথ্য এবং আবেদনপত্র দেওয়া হয়েছে। বিনিয়োগকারীরা ওই তথ্য দেখে আবেদন করবেন সংশ্লিষ্ট দপ্তরে। প্রয়োজনীয় আবেদনপত্র এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এমনকি তাঁরা আবেদন করার পর কোনও কারণে আবেদন মঞ্জুর না হলে কী কারণে তা হয়নি অথবা আবেদনটি কী অবস্থায় আছে সেই তথ্যও জানা যাবে এই ওয়েবসাইটের দৌলতে। এর ফলে ক্ষুদ্র শিল্প তৈরির ক্ষেত্রে হয়রানি অনেকটাই কমবে বলে এদিন জানিয়েছেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, আজ উদ্বোধনের পর জেলা পর্যায়ের একটি কর্মশালা করা হয়েছে বিভিন্ন দপ্তরের আধিকারীক এবং বিনিয়োগকারীদের নিয়ে। এরপর মহকুমাস্তরেও কর্মশালা হবে। জেলাশাসক এদিন জানিয়েছেন, যদি দেখা যায় কোনও দপ্তর আবেদনকারীর আবেদন ফেলে রেখেছেন বা নিষ্পত্তি করেননি, তাহলে সেই দপ্তরকে এর কারণ দর্শাতে হবে। এডমিন যিনি থাকবেন তিনি দেখতে পারবেন কোন দপ্তর উত্তর দিয়েছে অথবা দেয়নি। জেলা পর্যায়ে পুরো বিষয়টি নজরদারি তিনি নিজেই করবেন বলে জানিয়েছেন জেলা শাসক। প্রতি মাসের নিয়মমাফিক ভিজিলেন্স কমটির বৈঠকে এই বিষয়ে আলোচনাও করা হবে।