গলসী, ১৯ জুনঃ- নাকাবন্দিতে সফল বর্ধমান জেলা পুলিশ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে জেলায় জেলায় পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে। জাতীয় সড়ক সহ বিভিন্ন রাস্তার মোড়ে শুরু হয়েছে জোরদার পুলিশী তল্লাশি। আর তারই সুফল পেল বর্ধমান জেলার পুলিশ মঙ্গলবার রাতে। বর্ধমান জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা জানিয়েছেন, মঙ্গলবার রাত্রি ৮ টা নাগাদ গলসী থানা এলাকার জাতীয় সড়কে ভারত হোটেল মোড়ের কাছে নাকা পয়েন্টে একটি অ্যাম্বাসাডার গাড়িকে সন্দেহ হওয়ায় থামতে বলে পুলিশ। এই সময় গাড়ি থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায় চালক। ঐ গাড়িতে থাকা ৩ জন আরোহীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঐ গাড়ি থেকে উদ্ধার হয় ৭ টি পাইপগান, ১০ টি পাইপগানের গুলি এবং ১ টি নাইন এম এম পিস্তল সহ আরও ২ রাউন্ড গুলি। পুলিস সুপার জানিয়েছেন, ধৃত গঙ্গা মাঝি, ঝোড়ো কোড়া এবং সেখ কচি গলসীরই বিভিন্ন গ্রামের বাসিন্দা।ধৃতদের আজ আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ৬ দিন পুলিশী হেপাজতে রাখার নির্দেশ দেন। প্রাথমিকভাবে জানা গেছে ঐ আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছিল। তবে ঐ অস্ত্র কাদের বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে সম্পর্কে পুলিশ মুখ খোলেনি। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের মুখে এই ধরনের অস্ত্র উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।