বর্ধমান, ১১ জানুয়ারিঃ- গ্রামীণ পুলিশ স্বেচ্ছাসেবক বাহিনী বর্ধমানে কাজ শুরু করল। একমাস ধরে প্রশিক্ষণ নেওয়ার পর বর্ধমান পুলিশ জেলার অধীনে থাকা ২১৯ টি অঞ্চলে ২১৯ জন গ্রামীণ পুলিশ কাজ শুরু করার উদ্দেশ্যে রওনা দিল আজ। যদিও ২২২ টি অঞ্চলে ২২২ জন নিয়োগ হওয়ার কথা। কিন্তু, ভেরিফিকেশন না হওয়ায় ৩ টি পদ আপাতত খালি পরে রইল। আজ কর্মস্থলে যাওয়ার আগে সবাই পুলিশ সুপারের অফিসে যান। সেখানে পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা তাঁদের শেষ মুহূর্তের নির্দেশ দেন এবং শুভেচ্ছা জানান। পুলিশ সুপার অফিস থেকে এই বাহিনীকে তাঁদের এলাকার থানায় পৌছে দেওয়া হয়। পুলিশ সুপার বলেন, আগামি কাল থেকেই গ্রামের প্রতিটি খবর নিয়মিত এরা থানায় দেবে। আপাতত এরা ১৪ দিন কাজ করার পর ১ দিন বিরতি দিয়ে মাসে ২২ দিন কাজ পাবে। প্রত্যেক দিনের জন্য ৩০০ টাকা হিসেবে মাসে ৬৬০০ টাকা পাবেন। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মাসে ৩০ দিনই কাজ দিতে, তিন মাস অন্তর এক দিন বিরতি।