Site icon E Purba Bardhaman

চোর সন্দেহে গণপিটুনেতে মৃত ১, আহত সঙ্গী হাসপাতালে। মারধরে জড়িত থাকায় গ্রেপ্তার দুই।

বর্ধমান, ২৩ জানুয়ারিঃ- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছে তার এক সঙ্গীও। নবদ্বীপের প্রতাপনগর হাসপাতালে তার চিকিৎসা চলছে। পিটুনিতে জড়িতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রুজু করেছে পূর্বস্থলী থানা। মারধরে জড়িত থাকার অভিযোগে দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাপিজুল শেখ (২৫)। পূর্বস্থলী থানার ডাঙ্গা পাড়ায় তার বাড়ি। ধৃতদের নাম স্বপন দাস এবং মোহন সরকার। পূর্বস্থলী থানারই গোয়াল পাড়ায় তাদের বাড়ি। বুধবার সকালে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতদের কালানার এসিজেএম আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে শহর আলি শেখ এবং হাপিজুল চুরি করতে স্বপনের বাড়িতে ঢোকে। সেই সময় পরিবারের লোকজনেরে ঘুম ভেঙে যায়। তাঁরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। তা শুনে স্থানীয় বাসিন্দারা জেগে যান। বিষয়টি বুঝতে পেরে চোরেরা পালানোর চেষ্টা করে। কিন্তু, তারা পালাতে পারেনি। তাড়া করে স্থানীয়রা দু’জনকে ধরে ফেলে। এর পর দু’জনকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ তাদের আরও মারের হাত থেকে বাঁচায়। গুরুতর জখম অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দু’জনকে নবদ্বীপের প্রতাপ নগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এদিন সকালে হাপিজুল মারা যায়। এর পরই মারধরে জড়িতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মেরে ফেলার ধারায় (৩০৪ আই পি সি) কেস রুজু করে দু’জনকে গ্রেপ্তার করে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রেপ্তারি এড়াতে মারধরে জড়িতরা আনেকেই গা-ঢাকা দিয়েছে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, চুরি করতে যাওয়া দুই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পিটিয়ে মারার ঘটনা মোটেই সমর্থন যোগ্য নয়। জড়িতদের সবাইকে ধরা হবে।

Exit mobile version