পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২২ ফেব্রুয়ারি বর্ধমান শহরের উপকন্ঠে দেওয়ানদিঘি এলাকায় পার্টি অফিসের সামনেই দুই সিপিএম নেতাকে পিটিয়ে খুন করা হয়। ঘটনার দিন সন্ধ্যায় প্রদীপ বাবুর ভাই প্রবীর তা বর্ধমান থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তার আগেই ঘটনাস্থল থেকে পুলিশ পতিত পাবন সহ ৪ জনকে গ্রেপ্তার করে। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নিয়ে সি আই ডি আরও ৭ জনকে গ্রেপ্তার করে। যদিও এফ আই আরে নাম থাকা ৮ জন এখনও ধরা পড়েনি। তদন্ত সম্পূর্ণ করে সেই বছরেরই ৯ মে ধরা না পড়া ৮ জনকে পলাতক দেখিয়ে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন সি আই ডি-র তদন্তকারী অফিসার। চার্জশিট থেকে প্রয়াত কংগ্রেস নেতা কাশীনাথ তা-র জামাতা তাপস গুপ্ত, তাঁর ছেলে সাহেব গুপ্ত এবং সিদ্ধেশ্বর হাজরা ওরফে টাকির নাম বাদ যায়। এনিয়ে আপত্তি জানান কেসের অভিযোগকারী। শুনানির পর ৩ জনের নাম বাদ যাওয়ার বিষয়ে ফের সি আই ডি তদন্তের নির্দেশ দেন সিজেএম। বর্ধমান জেলা গোয়েন্দা বিভাগের (ডিডি) উপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ১১ জুন এবিষয়ে সিজেএম আদালতে রিপোর্ট পেশ করার কথা ছিল তদন্তকারী অফিসারের। কিন্তু, এখনও তদন্ত সম্পূর্ণ করতে
জোড়া সিপিএম নেতা খুনের মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত পতিত পাবন তা
23.2324387.863731