Site icon E Purba Bardhaman

দুটি পৃথক ঘটনায় এক মাসে মেশিনের সাহায্যে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে খুন করা হল দুই রাইসমিল কর্মীকে।

বর্ধমান, ২৭ জানুয়ারিঃ- কমপ্রেসার মেশিনের সাহায্যে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেওয়ায় মৃত্যু হল এক রাইসমিল কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবু সোনা দাস (১৯)। পূর্বস্থলী থানা এলাকার নাদনঘাটে তাঁর বাড়ি। তিনি মন্তেশ্বর থানার মিরগাহার রাইসমিলের কর্মী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মিলেরই কয়েকজন কর্মী তাঁর মলদ্বারে কমপ্রেসারের পাইপ লাগিয়ে দিয়ে মেশিন চালু করে দেয়। প্রবল বেগে শরীরে হাওয়া ঢুকে যাওয়ায় তৎক্ষণাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই কিছুক্ষণ পর তিনি মারা যান।

এধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়।এই জেলায় এক মাসের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা। গত ২৭ ডিসেম্বর ২০১২ একইভাবে স্রেফ ইয়ার্কি করতে গিয়ে কমপ্রেসারের সাহায্যে গলসির পারাজের  রাইসমিল কর্মী অনন্ত ঘোষ (৪০) -এর মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেয় মিলেরই কয়েকজন কর্মী। গলসির রামপুরের বাসিন্দা ঐ রাইসমিল কর্মী  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ ডিসেম্বর মারা যান। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়। কিন্তু, তারপরও এধরনের প্রাণঘাতী তামাশা যে বন্ধ হয়নি বাবু সোনার মৃত্যু সেকথাই প্রমাণ করল।

Exit mobile version