ধান বিক্রির এক বছর পরও টাকা না পেয়ে কৃষিমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন মেমারির চাষি
admin
বর্ধমান, ২০ জানুয়ারিঃ- মেমারি-১ ব্লক আয়োজিত ব্লক কৃষি মেলাতে এসে এলাকার কৃষকদের প্রশ্নের মুখে পরলেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। আজ বর্ধমান জেলার মেমারির কালীমাতা হিমঘরে কৃষিমেলা ও কৃষি বিষয়ক আলোচনার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। উপস্থিত ছিলেন, মেমারির বিধায়ক আবুল হাসেম মন্ডল, প্রাক্তন কৃষি আধিকারিক ডঃ ধবলেশ্বর কোনার সহ বিশিষ্টজনেরা। মেমারি ২ ব্লক এলাকার চাষি পিন্টু মন্ডল অনুষ্ঠান মঞ্চেই কৃষিমন্ত্রীকে ধান বিক্রি করার পর ১ বছর হয়ে গেলেও টাকা না পাওয়ার কথা জানাতে গেলে অস্বস্তির মুখে পরেন মলয় ঘটক। মেমারি ২ ব্লকের কানপুর গ্রামের বাসিন্দা পিন্টু মণ্ডল জানান, ফেব্রুয়ারি ২০১২ -তে রসুলপুরের বাসকিনাথ রাইস মিলে ধান দেওয়ার পর আজও চেকের টাকা ভাঙাতে পেরেননি। তিনি ছাড়াও ঐ এলাকার অনেক চাষি চেকনিয়ে হয়রানির শিকার হচ্ছেন। বি ডি ও, এস ডি ও -কে লিখিত জানাবার পরও কোনও সমাধান হয়নি। কৃষি মেলায় এই পরিস্থিতির মুখে পরে কৃষিমন্ত্রী ব্যবস্থা গ্রহন করা হবে বলে কোনও রকমে সামাল দেন। যদিও চাষিদের মধ্যে ক্ষোভ রয়েছে যথেষ্ট।