E Purba Bardhaman

নারী নির্যাতনের ঘটনায় রাশ টানতে বর্ধমান জেলায় চালু হল হেল্প লাইন

Burdwan Police District inaugurated a helpline for Women Distres

বর্ধমান, ২৮ জানুয়ারিঃ- ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় রাশ টানতে বর্ধমান পুলিশ জেলায় চালু হল হেল্প লাইন। জেলার যে কোনও মহিলা সমস্যায় পড়লে হেল্প লাইন নম্বরে ফোন করলে পেয়ে যাবেন প্রয়োজনীয় সহযোগিতা । বর্ধমান থানার মহিলা সেলটিকে কন্ট্রোল রুম হিসাবে ব্যবহার করা হবে। ওখানেই মহিলা সেলের ও সি –র তত্ত্বাবোধনে প্রক্রিয়াটি পরিচালনা করা হবে। বর্ধমান পুলিশ জেলার অধীনে থাকা ১৭ টি থানা এলাকায় এই নম্বরটি দিয়েই এবং এই কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রিত হবে। জেলার যে কোনও প্রান্তে কোনও মহিলা অসুবিধায় পড়লে অথবা এই জেলার কোনও মহিলা অন্য জেলায় গিয়ে কোনও অসুবিধায় পড়লে কিংবা কোনও রকম নর্যাতনের শিকার হলে এই নম্বরে ফোন করলে কন্ট্রোল রুমে ডিউটিতে থাকা কোনও মহিলা পুলিশ কর্মী ফোনটি রিসিভ করবেন। সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ এবং নিকটবর্তী থানায় জানিয়ে দেওয়ার কাজটি ওই মহিলা পুলিশ কর্মীই করবেন। হেল্প লাইন নম্বরটি হল ৯৭৭৫২৭৪৩৮৮।  রেলের এলাকায় সমস্যায় পড়লেও ফোন করা যেতে পারে বলে জানান পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা।

পুলিশ সুপার বলেন, কন্ট্রোল রুমে একটি লগ বুক থাকবে। তাতে কে ফোন করলেন, কেন করলেন, কী ব্যবস্থা নেওয়া হল তা নিয়মিত লিখে রাখবেন ডিউটিতে থাকা কর্মীরা। বর্তমানে জেলায় মহিলা পুলিশের সংখ্যা ৮০ জন এবং বর্ধমান থানায় এই সংখ্যা ২৫ জন।

Exit mobile version