E Purba Bardhaman

পঞ্চায়েত ভোটের প্রচারে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে আহত সিপিএম বিধায়ক

MLA Manteswar Chaudhri Mahamad Hidaytulla

মন্তেশ্বর, ২২ জুনঃ- পঞ্চায়েত ভোটের প্রচারে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে আহত মন্তেশ্বরের বিধায়ক তথা সিপিআই(এম) নেতা চৌধুরী মহম্মদ হিদায়তুল্লা। আহত বিধায়ক বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সিপিএম সূত্রে জানা গেছে,  কুসুমগ্রামের একটি দেওয়াল প্রচারে ব্যবহারের জন্য বেশ কিছু দিন ধরে দখল করে রেখেছিল সিপিএম। আজ সিপিএম কর্মীরা সেই দেওয়ালে লিখতে গিয়ে দেখতে পান তৃণমূল কংগ্রেস তাদের প্রচারের পোষ্টার সেঁটে দিয়েছে ঐ দেওয়ালে। সিপিএম কর্মীরা ঐ দেওয়ালেই লিখতে গেলে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে সিপিএমের অভিযোগ। হামলায় বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হন। আহতদের মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে সিপিএম পথ অবরোধ করে। অবরোধ শেষে বিধায়ক  চৌধুরী মহম্মদ হিদায়তুল্লার নের্তৃত্বে মিছিল বের হয়। সেই মিছিলে তৃণমূল লাঠি-রড-টাঙ্গি নিয়ে আবার হামলা চালায়। হামলায় বিধায়ক সহ প্রায় ২০ জন সিপিএম নেতা-কর্মী আহত হন। আহতদের মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় বিধায়ক সহ তিন জনকে বর্ধমানের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিধায়কের মাথায় তিনটে সেলাই পরেছে বলে জানিয়েছেন সিপিএম নেতৃত্ব।

     অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, কুসুমগ্রাম এলাকার বিভিন্ন জায়গায় সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতো এবং ঝাঁটা ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করেন গ্রামের মহিলারা।

     ঘটনায় এখনও কেও গ্রেপ্তার হয়নি।

Exit mobile version