পুলিশের ফাঁকিবাজি রুখতে এবং মানুষের আস্থা পেতে বর্ধমান জেলা পুলিশের কর্মসূচি
admin
বর্ধমান, ১১ জানুয়ারিঃ– বহু বছর বন্ধ থাকার পর আবার বর্ধমানের থানাগুলিতে ঘন্টা বাজান চালু হল। বর্ধমান পুলিশ জেলা এলাকার ১৭ টি থানাতেই ঘণ্টা লাগান হয়েছে। ছোঁড়া, গুসকড়া, শক্তিগড়, সেহারাবাজারের মত বড় ফাঁড়ি গুলিতেও এই ঘণ্টা লাগান হয়েছে। সেন্টিরা প্রতি ঘণ্টায় এই ঘণ্টা বাজাবেন। সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন এখানে পুলিশ আছে এবং পুলিশ কর্মীদের আরও দায়িত্বশীল করতেই এই ঘণ্টার ব্যবস্থা বলে জানান পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। তিনি আরও জানান, থানাগুলিতে ক্লোজসার্কিট ক্যামেরা লাগানর কাজ শুরু হয়েছে। কিছু থানাতে হয়েও গেছে। রাতে বিভিন্ন এলাকার নজরদারির দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ফাঁকিবাজি রুখতে কিছু দিন বাদেই শুরু হবে বিট সিস্টেম। দিনের বেলায় বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীরা কিছু নাম্বার লেখা ডিস্ক রেখে আসবেন। রাতে দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গা থেকে ঐ ডিস্ক সংগ্রহ করবেন এবং পরের দিন জমা দেবেন। পুলিশ সুপারের দাবি এর ফলে নজরদারির দায়িত্ব থাকা পুলিশ কর্মীরা তাঁর নজরদারির এলাকায় যেতে বাধ্য হবেন, কোন ভাবেই ফাঁকি দিতে পারবেন না।