গত রবিবার বর্ধমান থানার হীরাগাছির বাসিন্দা মাণিক ঘড়ুই সারদা গোষ্ঠীর এজেন্ট জয়ন্ত চৌধুরীর কাছে তাঁর জমা রাখা টাকা ফেরত চান। কিন্তু, টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তার অপারগতার কথা জানায় এজেন্ট। এতে ক্ষিপ্ত হয়ে মাণিক ঘড়ুই এবং তাঁর সঙ্গে আসা লোকজন জয়ন্তকে মারধর শুরু করে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়ন্তকে উদ্ধার করে থানায় আনে। পরে মাণিক ঘড়ুই-এর অভিযোগের ভিত্তিতে জয়ন্তকে গ্রেপ্তার করে। তাকে সঙ্গে নিয়ে মাধব দাসকে পুলিশ গ্রেপ্তার করে। পরের দিন ধৃতদের বর্ধমানের সিজেএম আদালতে পেশ করে ১০ দিন পুলিশি হেপাজতে নেওয়ার
এদিকে সোমবার তৃণমূল কংগ্রেসের গুসকরা শহরের সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায় সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে আউশগ্রাম থানা অর্থ আত্মসাত ও প্রতারণার ধারায় কেস রুজু করেছে। নিত্যানন্দ বাবু সারদা গোষ্ঠীতে ৩ লক্ষ টাকা জমা রাখেন।