বর্ধমান, ২ ফেব্রুয়ারিঃ- বর্ধমান রেল স্টেশনে উদ্ধার হওয়া দু’ই ছাত্রীকে ঘিরে চরম রহস্য দেখা দিল বর্ধমানে। আজ সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশনে স্কুলের পোষাক পরা অবাস্থায় স্কুল ব্যাগ নিয়ে দু’জন স্কুল ছাত্রীকে দেখতে পান যাত্রীরা। এরপর সন্দেহ হওয়ায় ঐ ছাত্রী দুজনকে যাত্রীরা জি আর পি -র হাতে তুলে দেন। ছাত্রী দুজন জানায় তাঁরা কলকাতার আর্যকন্যা বিদ্যালয়ের ছাত্রী। বাড়ি কলকাতার কলেজ স্ট্রিটে। একজনের নাম কবিতা বাল্মিকি (১৩) অপরজনের নাম পল্লবী ঝাঁ @ রুনঝুন ঝাঁ (১৩)। প্রথম জন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং দ্বিতীয় জন পঞ্চম শ্রেণীর ছাত্রী। আজ স্কুলে গিয়ে স্কুলের পাশের একটি জায়গা থেকে জল আনতে যাওয়ার সময় অপরিচিত এক মহিলা তাদের ভয় দেখিয়ে তুলে নিয়ে আসে। স্কুলের কাছ থেকে একটি গাড়িতে তুলে হাওড়া স্টেশনে নিয়ে আসে। সেখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসে বর্ধমান স্টেশন। ওই মহিলা বর্ধমান স্টেশনে ট্রেন দাঁড়ালে ওদের নামিয়ে এক জায়গায় বসিয়ে রাখে। এর পরই যাত্রীদের দ্বারা উদ্ধার হওয়ার ঘটনা ঘটে। যদিও এই ঘটনা সম্পূর্ণ রূপে মানতে নারাজ জি আর পি। ঘটনার প্রকৃতি দেখে জি আর পি প্রাথমিক ভাবে মনে করছে, ওই দুই ছাত্রী উৎসাহের বশে অথবা অন্য কোনও কারণে ট্রেনে চেপে এখানে এসেছে। প্রথমে উৎসাহের বশে ট্রেনে চেপে পড়লেও বয়েস অল্প হওয়ায় কিছুক্ষণের মধ্যেই আতঙ্কিত হয়ে বর্ধমানে ট্রেন থেকে নেমে পড়ে এবং অভিভাবকদের বকাবকি ও মারধোরের হাতথেকে বাঁচতে অপহরণের গল্প তৈরী করে। তবে তদন্ত করে দেখা হবে ছাত্রী দুটির এখানে এসে পৌঁছানোর আসল কারণ কী।