Site icon E Purba Bardhaman

মাদক খাইয়ে বেহুঁশ করে সর্বস্ব লুট হওয়া ট্রেনযাত্রীর মৃত্যু।

বর্ধমান, ২৩ ফেব্রুয়ারিঃ- অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করে দেয় বর্ধমান জি আর পি। কয়েক ঘন্টা পর তিনি মারা যান। জি আর পি জানিয়েছে, মৃতের নাম ভেঙ্কট রাও (৪৫)। হায়দ্রাবাদে তাঁর বাড়ি। তাঁর ব্যাগের ভিতর থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই মৃতের পরিচয় জানতে পেরেছে জি আর পি। তবে, মৃতের পরিচয়ের ব্যাপারে এখনও পুরোপুরি নিশ্চিত নয় রেলপুলিশ।

    জি আর পি সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেসের সংরক্ষিত কামড়ায় এক ট্রেনযাত্রীকে অসুস্থ অবস্থায় দেখতে পান সহযাত্রীরা। তাঁর মুখ থেকে রক্ত বের হচ্ছিল। বিষয়টি ট্রেনযাত্রীরা টিকিট পরীক্ষককে জানান। ট্রেনটি বর্ধমানে পৌঁছালে জি আর পি অসুস্থ ট্রেনযাত্রীকে নামায়। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ে যায় জি আর পি। মৃতের ব্যাগটি পেয়েছে জি আর পি। যদিও তার মধ্যে একটি জামা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিছুই পাওয়া যায়নি। যা থেকে রেল পুলিশের অনুমান, মাদক খাইয়ে বেহুঁশ করার পর তাঁর টাকা সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নেওয়া হয়েছে। বর্ধমান জি আর পি –র ওসি প্রমথেশ সাহা বলেন, মাদকের প্রভাবে কীনা জানা নেই, তবে অসুস্থ অবস্থায় এক যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের সঠিক পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। লালবাজারেও খবর দেওয়া হয়েছে।

Exit mobile version