E Purba Bardhaman

মেমারীতে পথ দুর্ঘটনায় ২ মহিলা শ্রমিকের মৃত্যু

Memari Thana elakay Tractor Accident-a 2 jon mahilar mrittu, 6 jon BMCH-a varti
আহত মহিলার হাসপাতালে চিকিৎসা চলছে।

মেমারী, ০২ জানুয়ারীঃ- আজ সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় পথদূর্ঘটনায় মারা গেলেন ২ মহিলা। মেমারী থানার দেউলিয়া গ্রাম থেকে একটি ট্রাক্টরে করে ১২ জন মহিলা শ্রমিক জামতোড় এলাকায় দামোদর নদীর পারে জমির কাজ করতে যাচ্ছিলেন। নীলকুঠী ক্যানাল বাঁধে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টর থেকে নিচে পরে, চাপা পরে মার যান পারুল ক্ষেত্রপাল (৪২) এবং সেফালী ক্ষেত্রপাল (৪৪)। দুজনেরি বাড়ি দেউলিয়া গ্রামে। আহত ৬ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চারজনের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।

Exit mobile version