Site icon E Purba Bardhaman

লালবাতি লাগানো গাড়িতে চেপে বিতর্কে জড়ালেন আর এস পি নেতা অঞ্জন মুখোপাধ্যায়

RSP Burdwan District Secretary Anjan Mukherjee-r Car-a Red Light  মেমারী ও বর্ধমান, ৬ ফেব্রুয়ারিঃ-  লালবাতি লাগানো এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া স্টিকার সাঁটানো গাড়িতে চেপে বিতর্কে জড়ালেন বর্ধমানের আর এস পি নেতা অঞ্জন মুখোপাধ্যায়। তিনি পূর্ত বিভাগের কর্মী। কিছুদিন আগে পর্যন্ত তিনি আর এস পি-র জেলা সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর আড়ালে থেকেই তিনি দলের দায়িত্ব সামলান। বাম আমলে তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তাঁর সখ্যতা সর্বজন বিদিত। সরকারি কর্মী হয়েও আইন ভেঙে কীভাবে তিনি লালবাতি এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা স্টিকার লাগানো গাড়িতে চড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ধরা পড়ার পর মোটর ভেহিকেলস অ্যাক্টের ধারায় কেস রুজুর পর জরিমানা করেই তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। গাড়িতে অবৈধ লালবাতির অপব্যবহার রুখতে বহুবার সরব হয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং হাইকোর্ট। সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। তা সত্ত্বেও পূর্ত দপ্তরের একজন টোল কালেক্টারকে লালবাতি ব্যবহারের অভিযোগে ধরার পরও সামান্য জরিমানা করেই পুলিশ কীভাবে ছেড়ে দিল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

     পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পালশিট এলাকায় জাতীয় সড়কে চেকিংয়ের সময় মেমারি থানার পুলিশ লালবাতি লাগানো এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া স্টিকার সাঁটানো একটি গাড়িকে আটকায়। গাড়িতে অঞ্জন বাবু ছিলেন। তিনি গাড়িতে লাল বাতি ব্যবহারের হকদার বলে দাবি করেন। নিজেকে জেলা পরিকল্পনা কমিটির সদস্য এবং জামুড়িয়া আই সি ডি এসের চেয়ারম্যান দাবি করে লালবাতি ব্যবহারের ব্যাপারে সাফাই দেন অভিযুক্ত আর এস পি নেতা। যদিও দাবির সমর্থনে পুলিশকে কোনও কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এর পরই পুলিশ গাড়িটির ফটো এবং ভিডিওগ্রাফি করে। পরে মোটর ভেহিকেলস অ্যাক্টে কেস করে জরিমানা আদায়ের পর তাঁকে ছেড়ে দেয়। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, অবৈধভাবে গাড়িতে লালবাতি এবং সরকারি গাড়ির স্টিকার সাঁটানোর অভিযোগে তাঁকে আটকানো হয়। এনিয়ে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি।

     এনিয়ে অঞ্জন বাবু বলেন, গাড়িতে লালবাতি লাগানো ছিল। আগে বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্য গাড়িটি ব্যবহার করতেন।এখন মাঝেমধ্যে আমি গাড়িটি ব্যবহার করি। জেলা পরিকল্পনা কমিটির সদস্য এবং জামুড়িয়া আই সি ডি এসের চেয়ারম্যান হওয়ায় ঐ গাড়িটিতে লালবাতি এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া স্টিকার লাগানোর বিশেষ অনুমতি ছিল। এখন শুনছি এটা বেআইনি। আগে জানালে আমি ব্যবহার করতাম না।

Exit mobile version