E Purba Bardhaman

শিশু বিকাশ কেন্দ্রে পোকা ধরা মিড-ডে-মিল। বিক্ষোভ, ঘেরাও কাটোয়ায়।

Mid Day Meal-er khabar kharap nia Katwa-r Sishu Bikash Kendra bi  বর্ধমান, ১৮ জানুয়ারিঃ- কাটোয়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের দিঘীরপাড় সরস্বতী সংঘ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে খাবার অযোগ্য মিড-ডে-মিল পরিবেশন করার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান এবং দুই জন রাঁধুনিকে ঘেরাও করে রাখেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঐ কেন্দ্রে ৪৪ জন শিশু এবং ৬ জন গর্ভবতী মা খাবার খান। খাবার খুব নিম্ন মানের। পোকা ধরা চাল-ডাল দিয়ে খাবার রান্না করা হয়। স্বব্জীও দেওয়া হয়না বলে অভিযোগ। দুই রাঁধুনি করবী চুনারী এবং সোনামণি বায়েন জানান, যে ধরনের চাল-ডাল আসে আমরা তা দিয়েই রান্না করি। আমাদের কিছু করার নেই। আমরা বেশ কয়েকবার উপরমহলে জানিয়েছি কিছু হয়নি। সিডিপিও মালবিকা মজুমদার জানান, আগে কোনও দিন এই ধরনের অভিযোগ পাইনি। পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

Exit mobile version