বর্ধমান, ১৯ জানুয়ারিঃ-
উপ-রাষ্ট্রদূত আবিদা ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, ভারতের সহযোগিতা না পেলে, মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হতনা।আজ বর্ধমানে আসতে পেরে খুব ভালো লাগছে। ভারতের অনেক জায়গার নাম বাংলাদেশের মানুষ না জানলেও, বর্ধমান জেলার নাম বাংলাদেশের সবাই জানেন।
প্রথম সচিব কাজী মোস্তাক জাহির বলেন, কাজী নজরুল ইসলামের জন্মস্থান এই বর্ধমান। বাংলাদেশের সাথে বর্ধমানকে যোগসূত্রে মিলিয়েছেন নজরুল। সেই বর্ধমানের একটি উৎসবে আসতে পেরে আমার খুব ভাল লাগছে।
বর্ধমান পৌরসভার পৌরপতি তথা উৎসব উদযাপন কমিটির সভাপতি আইনুল হক বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক অবস্থার সমালোচনা করে বলেন, বর্ধমান শহরে যত বড়বড় কাজ হয়েছে তা করার জন্য আমরা প্রশাসন ও স্বশাসিত সংস্থা গুলি একসাথে কাজ করেছি। এখন ঐক্যের সুর কেটে যাচ্ছে। বর্ধমানের মানুষ বলুক উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। সেখানে জাত-ধর্ম-রাজনীতি থাকবেনা। আমরা পারব এই বিশ্বাস আছে।