E Purba Bardhaman

সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ফুটবলের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান, ০২ জানুয়ারীঃ- দুর্দান্ত জয় দিয়ে সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ফুটবলে অভিযান শুরু করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বুধবার ঘরের মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী

All India Inter University Football (M) Tournament 2012-13. Organised by Burdwan University Sports Board. Inaugurated by Former Football player Bidesh Basu

ম্যাচে প্রতিপক্ষ তামিলনাড়ুর এস আর এম বিশ্ববিদ্যাল্যকে নিয়ে ছেলেখেলা করে ম্যাচ জিতে নেয় পূর্বাঞ্চলের সেরা হওয়া বর্ধমান। ম্যাচটি তারা জেতে ৫-০ গোলে। প্রাপ্ত সবকটি সুযোগ কাজে লাগাতে পারলে

আরও বড় ব্যবধানে জিততে পারত তারা। দলের হয়ে উল্লেখ যোগ্য ভূমিকা নিলেন লেফট উইঙ্গার অনিল কিসকু। হ্যাটট্রিক সহ ৪ গোল তাঁরই। অপর গোলটি অভিষেক দেবনাথের।

     এদিন দক্ষিণাঞ্চলের তৃতীয় স্থান পাওয়া এস আর এম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণে ঝাঁপায় বর্ধামানের ছেলেরা। ১৫ মিনিটের মধ্যে তারা ২ গোলে এগিয়ে যায়। যদিও প্রথম গোলটি নিয়ে বিতর্ক আছে। পরিষ্কার অফসাইড থেকে গোলটি হয়। যদিও রেফারিকে ঘিরে বিক্ষোভ হয়নি। প্রথমার্ধে বর্ধমান ৪ গোলে এগিয়েছিল। প্রথমার্ধের সবক’টি গোলই অনিলের। ৫ গোলে হারলেও তামিলনাড়ুর দলটিও কয়েকটি সুযোগ পায়। কিন্তু, স্ট্রাইকারদের ব্যর্থতায় তারা গোল পায়নি।

     এবারের প্রতিযোগিতায় ৪ টি জোনের সেরা ১৬ টি দল অংশ নিচ্ছে। দলগুলিকে ৪ টি গ্রুপে ভাগ করে লিগ প্রথায় প্রথম পর্বের খেলাগুলি হবে। ৪ টি গ্রুপের ২ টি সেরা দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ৭ জানুয়ারি ২ টি সেমিফাইনাল এবং ৮ জানুয়ারি ফাইনাল এবং তৃতীয় ও চতুর্থ স্থান নির্নায়ক ম্যাচগুলি হবে।

অনিল কিসকু।

আরও ফটো দেখতে ক্লিক করুন

Exit mobile version