পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বর্ধমান – আরামবাগ রুটের বাসে বর্ধমানের বাড়িতে ফিরছিলেন লুনা দেবী। বাসের মধ্যে দু’টি বালককে কাঁদতে দেখে তাঁর সন্দেহ হয়। বালক দু’টির সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, হুগলীর আরামবাগের বাসিন্দা গৌতম ধারা তাদের উত্তরপ্রদেশের মীরাটে নিয়ে যাচ্ছে। পাসেই বসেছিল গৌতম। সে বিষয়টি স্বীকার করে নেয়। এর পরই রায়না থানার সেহারা বাজার ফাঁড়ির কাছে বাসটিকে থামান লুনা দেবী। পুলিশ বালক দু’টিকে উদ্ধার করে। পাচারের অভিযোগে গৌতমকে গ্রেপ্তার করে। যদিও কোর্ট থেকে জামিন পেয়ে যায় অভিযুক্ত। পুলিশ সুপার বলেন, ওই শিক্ষিকার উপস্থিত বুদ্ধিতেই বালক দু’টিকে পাচারের আগে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাচারকারীও ধরা পড়ে যায়। সাহসিকতার পাশাপাশি উপস্থিত বুদ্ধির প্রয়োগ দেখিয়েছেন তিনি। মহিলা নিরাপত্তার কথা বলেছেন। সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।