Site icon E Purba Bardhaman

এস পি-র নামে জাল চিঠি দিয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

বর্ধমান ও মেমারি, ১১ এপ্রিলঃ- এস পি-র নামে জাল চিঠি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম শুভেন্দু চট্টোপাধ্যায়। জামালপুর থানার কেওতাড়া গ্রামে ধৃতের বাড়ি। বুধবার রাতে মেমারি থানার সুভাষ নগর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চিঠি ফেরত নিতে এলে এলাকাবাসী তাকে ধরে মারধোরের পর পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের কাছ থেকে জেলা পুলিশের একটি নকল সচিত্র পরিচয়পত্র সহ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিন পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারী অফিসার। সিজেএম সেলিম আহমেদ আনসারি ধৃতকে ৬ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন।

          পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষ নগরের বাসিন্দা আশিস কুন্ডু এবং তাঁর প্রতিবেশি আমলেন্দু সরকার দুটি চিঠিপান। চিঠি দু’টি শুভেন্দু হাতে হাতে দিয়ে যায়। এস পি-র জাল সই করা চিঠি দু’টিতে লেখা আছে, তাঁদের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা যেন অবিলম্বে বর্ধমান থানায় গিয়ে অভিযোগের বিষয়ে মিটমাট করে নেন। চিঠি দু’টি পেয়ে বিস্মিত হ’ন প্রাপকরা। তাঁরা এনিয়ে বর্ধমান ও মেমারি থানায় যোগাযোগ করেন। তাঁদের নামে কোনও অভিযোগ নেই এবং এধরনের কোনও চিঠি পুলিশ সুপার পাঠাননি বলে জানিয়ে দেওয়া হয়। এসবের মধ্যেই বুধবার রাতে চিঠি দু’টি ফেরত নিতে আসে শুভেন্দু। বিষয়টি প্রতিবেশীদের জানানো হয়। কথাবার্তায় অসঙ্গতি পেয়ে প্রতিবেশীরা তাকে আটকে রাখেন। তাকে মারধোরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি প্রতিবেশীদের জানানো হয়। কথাবার্তায় অসঙ্গতি পেয়ে প্রতিবেশীরা তাকে আটকে রাখেন। তাকে মারধোরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগেও বিদ্যুৎ দপ্তরের কর্মী সেজে মিটারে গন্ডগোলের কথা বলে কয়েকটি বাড়ি থেকে শুভেন্দু টাকা হাতিয়ে নেয় বলে পুলিশ জানতে পেরেছে। চক্রে আরও কয়েকজন জড়িত বলে পুলিশের অনুমান।

23.2324387.863731
Exit mobile version