বর্ধমান, ২১ জানুয়ারিঃ-বিভিন্ন দাবিতে বেঙ্গল কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ এ্যাসোসিয়েশনের ডাকে রাণি রাসমনি রোডে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাওয়ায় আজ বর্ধমানের প্রায় সব ওষুধের খুচরো এবং পাইকারি দোকান বন্ধ ছিল। ফলে ওষুধ ব্যবসায় বন্ধের চেহারা নেয়। রোগী এবং রোগীর পরিবারদের চরম সমস্যার মধ্যে পরতে হয়। যে দু’একটি দোকান খোলা ছিল, সেগুলিতে ভীড় সামলে ওষুধ কিনতে চরম বেগ পেতে হয় ক্রেতাদের। প্রসঙ্গত উল্লেখযোগ্য, শুধু বর্ধমান শহরের খোসবাগান এলাকায় শতাধিক ওষুধের দোকান রয়েছে। যেগুলির মধ্যে মাত্র দু’টি দোকান খোলা ছিল। হসপিটাল পাড়ায়ও বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ ছিল। অনিতাসিনেমা লেনে অবস্থিত ওষুধের পাইকারি বাজারের সমস্ত দোকান বন্ধ ছিল।