E Purba Bardhaman

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল এমআরআই মেশিন এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকান

MRI Unit - Inauguration of MRI Unit & Fair Price Medicine Shop.বর্ধমান, ১৩ ফেব্রুয়ারিঃ- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল এমআরআই স্ক্যান মেশিন এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকান। পিপিপি মডেলে তৈরী দুটি কেন্দ্রের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক এবং বিধান সভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্মল মাঝি তথা আইএমএ’র রাজ্য সভাপতি নির্মল মাজি। প্রায় ২২ টি কম্পানীর ১৫০ রকম জেনেরিক ওষুধ সর্বাধিক ৫২.২ শতাংশ ছাড়ে পাওয়া যাবে এই দোকান থেকে। এমআরআই পরীক্ষার ক্ষেত্রেও থাকছে বিশাল ছাড়। বাইরে প্রায় ৬ হাজার টাকা খরচ হলেও এখানে নেওয়া হবে মাত্র ২৫৪০ টাকা। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, রাজ্য স্বাস্থ্য শিক্ষা আধিকারিক সুশান্ত বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক ওঙ্কারসিং মীনা সহ হাসপাতালের আধিকারিকরা।

Exit mobile version