পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পালশিট এলাকায় জাতীয় সড়কে চেকিংয়ের সময় মেমারি থানার পুলিশ লালবাতি লাগানো এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া স্টিকার সাঁটানো একটি গাড়িকে আটকায়। গাড়িতে অঞ্জন বাবু ছিলেন। তিনি গাড়িতে লাল বাতি ব্যবহারের হকদার বলে দাবি করেন। নিজেকে জেলা পরিকল্পনা কমিটির সদস্য এবং জামুড়িয়া আই সি ডি এসের চেয়ারম্যান দাবি করে লালবাতি ব্যবহারের ব্যাপারে সাফাই দেন অভিযুক্ত আর এস পি নেতা। যদিও দাবির সমর্থনে পুলিশকে কোনও কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এর পরই পুলিশ গাড়িটির ফটো এবং ভিডিওগ্রাফি করে। পরে মোটর ভেহিকেলস অ্যাক্টে কেস করে জরিমানা আদায়ের পর তাঁকে ছেড়ে দেয়। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, অবৈধভাবে গাড়িতে লালবাতি এবং সরকারি গাড়ির স্টিকার সাঁটানোর অভিযোগে তাঁকে আটকানো হয়। এনিয়ে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি।
এনিয়ে অঞ্জন বাবু বলেন, গাড়িতে লালবাতি লাগানো ছিল। আগে বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্য