মেডিকেল কলেজ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে বর্ধমানে এসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র তৈরীর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রটি তৈরি হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণার পরই জমির খোঁজে নেমে পড়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাতের কাছেই জমি মিলে যায়। বর্ধমান নার্সিং ট্রেনিং কলেজের উলটো দিকের জলা
প্রসঙ্গতঃ আগামী কালকের শিলান্যাস অনুষ্ঠানে কৃষি মন্ত্রী মলয় ঘটক এবং ক্ষুদ্র ও ছোট উদ্যোগ ও বস্ত্র এবং ভূমি দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের নাম থাকলেও এলাকার বিধায়ক তথা বিজ্ঞান ও কারিগরি দপ্তরের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের নাম নেই।