E Purba Bardhaman

সাইবার কাফেতে চুরির ঘটনায় এক ছাত্রকে চুরি যাওয়া মালপত্র সহ গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।

Burdwan Town-er ekti Cyber Cafe theke churir ghatonayবর্ধমান, ২২ জানুয়ারিঃ- বর্ধমান শহরের একটি সাইবার কাফেতে চুরির ঘটনায় কম্পিউটার সায়েন্সের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুমিত দাস। শহরেরই ৩ নম্বর ইছলাবাদ এলাকায় তার বাড়ি। সে মেমারি কলেজে কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র। সাইবার কাফেটিতে সে আগে কাজ করত। কিছুদিন আগে সে কাজ ছেড়ে দেয়। সোমবার রাতে বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতের বন্ধু সন্তু মিস্ত্রির শহরেরই রথতলার বাড়ি থেকে চুরি যাওয়া মালপত্র উদ্ধার করেছে পুলিশ। চুরির মালপত্র সে বন্ধুর বাড়িতে রেখেছিল। মঙ্গলবার ধৃতকে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়। ধরা পড়ার পর জেরায় পুলিশকে সে জানায়, চুরিতে আরও কয়েকজন জড়িত। চুরির মালপত্র তারা একটি ছোট লরিতে বয়ে এনেছিল। গ্যাংয়ের বাকিদের হদিশ পেতে এবং লরিটির হদিশ পেতে ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারী অফিসার। সিজেএম সেলিম আহমেদ আনসারি ধৃতকে ৩ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, কালনা রোড এলাকার বাণিজ্যিক কমপ্লেক্সের সাইবার কাফেটিতে রবিবার রাতে চুরি হয়। শার্টারের তালা খুলে চোরেরা কাফেটির কয়েকটি কম্পিউটার, হোম থিয়েটার, ডিজিট্যাল ক্যামেরা, প্রিন্টার এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পরের দিন সকালে মালিক প্রসেঞ্জিৎ নাগ কাফে খুলতে এসে শাটার খোলা অবস্থায় দেখতে পান। সেদিনই তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ কাফের পুরনো এবং বর্তমান কর্মীদের তালিকা সংগ্রহ করে। তার ভিত্তিতে সুমিতকে জিজ্ঞাসাবাদ করে। জেরায় ভেঙে পড়ে সে চুরির কথা কবুল করে। এর পরই তাকে নিয়ে তল্লাশি চালিয়ে তারই বন্ধুর বাড়ি থেকে চুরি যাওয়া মালপত্র উদ্ধার করে। ভাঙার শব্দ এড়াতে কাজ করার সময়ই সে শাটারের নকল চাবি বানিয়েছিল বলে ধরা পড়ায় সে জেরায় জানায়।

Exit mobile version