E Purba Bardhaman

পরপর ৩ মন্দিরে চুরি যাওয়া গহনা-সহ গ্রেপ্তার ১

1 arrested with stolen jewelery at 3 temples in the same area

ভাতার (পূর্ব বর্ধমান) :- ভাতার থানার ওড়গ্রামে তিনটি কালীমন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম নন্দন নাথ। কাটোয়া থানার শ্রীখণ্ডে তার বাড়ি। শুক্রবার রাতে বলগনা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। তল্লাশিতে তার কাছ থেকে একটি রুপোর মুণ্ডমালা, মোবাইল ফোন ও ৫৩ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিস জানিয়েছে। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির বাকি মালপত্র উদ্ধার করতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৫ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১২ নভেম্বর রাতে ওড়গ্রামে নতুনপাড়ায় বড় কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে প্রতিমার ৫ ভরি সোনার গয়না ও ৬০-৭০ ভরি রুপোর গয়না চুরি হয়ে যায়। এছাড়াও গ্রামের রায়পাড়ায় ক্ষেপিমা ও ছোট কালীমা মন্দিরেও চুরির ঘটনা ঘটে। দেবীর বেশকিছু সোনা ও রুপোর গয়না নিয়ে পালায় চোরে। পরেরদিন সকালে চন্দন কুমার সাধু ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস ঘটনায় নন্দনের জড়িত থাকার কথা জানতে পারে।


Exit mobile version