E Purba Bardhaman

ক্ষণিকের ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড পূর্ব বর্ধমানের একাধিক এলাকা; জেলায় মৃত ১, আহত ৩ জন

1 dead, 3 injured in Purba Bardhaman district in storm with lightning

গলসী (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার দুপুর নাগাদ ক্ষণিকের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড অবস্থা পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা। এদিন দুপুরে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরেই শুরু হয় ঝড় ও বৃষ্টি। গলসীর বোমপুর এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১ ক্ষেতমজুরের। মৃতার নাম সজনী মুর্ম্মু (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজনী মুর্ম্মু মাঠে ধান রোপণের কাজ করছিলেন। সেই সময়ই তিনি বজ্রাহত হন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, কালনায় সরস্বতী ঠাকুর দেখতে বেড়িয়ে ঝড়ে পুজোর তোরণ ভেঙে আহত হয়েছেন অর্পিতা সাহা নামে এক তরুণী। এবং ওখানেই ভাঙা তোরণ মেরামতির সময় পড়ে গিয়ে আহত হয়েছেন ডেকরেটর কর্মী অশোক মাহাতো। এছাড়াও রায়না থানার আস্তিকুরে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে আহত হয়েছেন অনন্ত পোড়েল নামে এক ব্যক্তি।

Exit mobile version