Site icon E Purba Bardhaman

বাস দুর্ঘটনায় মৃত ১, আহত ৩৫

1 dead, 35 injured in bus accident

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সকালে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ফাগুপুরের কাছে একটি বেসরকারী যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হল এক যাত্রীর। আহত হলেন ৩৫ জন যাত্রী। মৃত যাত্রীর নাম সিরাজুল মন্ডল (৫১)। বাড়ি গলসীর ভাড়িচা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গলসীর গোহগ্রাম থেকে বর্ধমান যাওয়ার পথে ফাগুপুর বাস স্টপেজে যাত্রী তোলার জন্য যাত্রীবাহী বাসটি দাঁড়ালে পিছন থেকে দুর্গাপুর থেকে কলকাতা অভিমুখী একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটিকে। ধাক্কা মারায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলীতে উল্টে যায়। বাসের তলায় বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হন। লরীটিকে বাজেয়াপ্ত করা হলেও লরীর চালক ও খালাসী পালিয়ে যায়। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর অবস্থার অবনতি হওয়ায় সিরাজুল মণ্ডলকে কলকাতায় স্থানান্তর করা হয়। কিন্তু কলকাতা যাবার পথেই মৃত্যু হয় তাঁর।

Exit mobile version