E Purba Bardhaman

দামোদরে জালে উঠলো ১ কেজি ওজনের ইলিশ, বিক্রি হল ২১০০ টাকায়

1 kg hilsa caught in fisherman's net from Damodar river, sold for 2100 rupees

জামালপুর (পূর্ব বর্ধমান) :- শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের দামোদর নদে পাওয়া গেল ইলিশ মাছ। যাকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুর থেকেই জেলা জুড়ে ঝিরঝিরে একনাগাড়ে বৃষ্টি মাথায় নিয়েই জামালপুরের এক মৎস্যজীবী দামোদর নদে জাল নিয়ে মাছ ধরছিলেন। তাতেই অন্যান্য মাছের সঙ্গে তিনি পান একটি প্রায় এক কেজি ওজনের ইলিশ। আর এই খবর রটতেই গোটা জামালপুর এমনকি জেলা জুড়ে দেখা দেয় আলোড়ন। মুহূর্তের মধ্যে সেই ইলিশের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। জানা গেছে, ওই মৎস্যজীবী এদিন জামালপুর বাসস্ট্যান্ড বাজারে ওই ইলিশ নিয়ে আসতেই হুড়মুড়িয়ে পড়েন সাধারণ মানুষ। দামোদরে কীভাবে ইলিশ এল তা নিয়ে তুমুল চর্চার মাঝেই দামোদরের ওই ইলিশের নিলামে দর ওঠে ২১০০ টাকা। জামালপুরেরই এক বাসিন্দা তা কিনে নিয়ে যান। এ ব্যাপারে জেলা মৎস্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ইলিশ নোনা জলের মাছ হলেও ডিম ছাড়ার সময় তারা মোহনায় চলে আসে। সম্প্রতি দামোদরে রেকর্ড পরিমাণে জল ছাড়ায় কোনোভাবে তা ঢুকে পড়েছিল। উল্লেখ্য, দামোদরে গলদা চিংড়ি পাওয়া গেলেও ইলিশ পাওয়ার এই ঘটনায় রীতিমতো হৈচৈ শুরু হয়েছে।

Exit mobile version