E Purba Bardhaman

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি

1 person arrested for allegedly threatening to spread offensive pictures of a woman on social media

শক্তিগড় (পূর্ব বর্ধমান) :- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিধবার সঙ্গে সহবাস ও তাঁর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। মেমারি থানা এলাকায় তার বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় রসুলপুর স্টেশনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ ডিসেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে ধৃতের মেডিক্যাল পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সিজেএম।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, মেমারি থানা এলাকায় ওই মহিলার বাড়ি। কয়েকবছর আগে তাঁর স্বামী মারা যান। মহিলা জামাকাপড় ফেরি করে কোনও রকমে সংসার চালান। বছর চারেক আগে তাঁর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। দু’জনের মধ্যে ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত। এরপর বেশ কয়েকবার শক্তিগড় থানার গাংপুরে জাতীয় সড়কের পাশে একটি হোটেলে নিয়ে এসে মহিলার সঙ্গে সে সহবাস করে বলে অভিযোগ। মহিলা তাকে বিয়ে করার কথা বললে সে তা করতে অস্বীকার করে। উল্টে মহিলার বেশকিছু আপত্তিকর ছবি সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মহিলাকে ভয় দেখিয়ে সে টাকা দাবি করে। ভয়ে মহিলা তাকে ১ লক্ষ টাকা দেন। তারপরও মহিলাকে নানাভাবে ব্ল্যাকমেলিং করছিল অভিযুক্ত। বাধ্য হয়ে মহিলা ঘটনার কথা জানিয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন।


Exit mobile version