E Purba Bardhaman

মেলা দেখে ফেরার সময় দুই বোনের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১ যুবক

1 youth arrested for molesting two sisters while returning from the fair

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মেলা দেখে ফেরার সময় দুই বোনের শ্লীলতাহানি এবং তাঁদের বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। বর্ধমান থানা এলাকায় তার বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আইনজীবীরা এদিন কাজে যোগ দেননি। সে কারণে ধৃতের হয়ে কোনও আইনজীবী এদিন দাঁড়ান নি। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।
পুলিস জানিয়েছে, একই এলাকায় ওই দুই বোনের বাড়ি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ তাঁরা বর্ধমান শহরে কৃষ্ণসায়ের থেকে মেলা দেখে বাড়ি ফিরছিলেন। তাঁদের গ্রামের কাছে অভিযুক্ত ও তার এক সঙ্গী তাঁদের পথ আটকায়। তাঁদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তাঁদের হাত ধরে টানাটানি করে। রাস্তার পাশে ঝোপের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে দুই বোনের অভিযুক্তরা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। তা শুনে তাঁদের বাবা-মা সেখানে পৌঁছান। মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় চুলের মুঠি ধরে মাটিতে ফেলে তাঁদের মাকে মারধর করা হয়। তা দেখে বাঁচাতে যান তাঁর স্বামী। তাঁকেও মারধর করা হয়। এরপর অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। পুলিসে অভিযোগ না করার জন্য তাঁদের শাসানো হয়। অভিযোগ করলে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি তাঁদের ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়ার শাসানি দেওয়া হয় পরিবারটিকে। এর ফলে পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকি উপেক্ষা করে দুই বোনের একজন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।

Exit mobile version