বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর ২০১২ সাল থেকেই গোটা রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করার জন্য সমস্ত স্কুলে স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল করে দিয়েছে। এমনকি স্কুলবোর্ডগুলিতেও নির্বাচনের বদলে চালু করেছে নমিনিটেড বোর্ড। আর এর মাধ্যমেই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির সূত্রপাত ঘটেছে। আর তাই এবার এর বিহিত দেখতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিটিএ আদালতে যাচ্ছে বলে জানালেন নেতৃত্ব। শনি ও রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এবিটিএ-র রাজ্য সম্মেলনের প্রথম দিনে সম্মেলন শেষে সাংবাদিক বৈঠকে এই ঘোষণাই করেছেন এবিটিএ-র রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন। এদিন এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক পবিত্র সরকার। এছাড়াও সত্যপ্রিয় রায় স্মারক বক্তৃতা দেন অধ্যাপক আব্দুল কাফি।