বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ৩ নং ওয়ার্ডের রসিকপুর এলাকায় মোট ১২ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মশা নিধনে নামল বর্ধমান পৌরসভা। উল্লেখ্য, ২৩ জুলাই বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় তিনজন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যায়। এছাড়াও অনেকের জ্বরে আক্রান্তের খবর ছিল। এরপরই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বর্ধমান পৌরসভাকে এলাকায় বিশেষ কাম্পে করে রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে এলাকায় ফিবার ক্লিনিক খোলা হয়। সোমবার ক্লিনিকে পরীক্ষা করে আরোও ৯ জনের ডেঙ্গু আক্রান্তের পজিটিভ রির্পোট আসে। ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়ারও পরীক্ষা করা হয় ওই এলাকায়। বুধবার এলাকা পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব জলি চৌধুরী-সহ একটি প্রতিনিধি দল, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুরপ্রধান-সহ জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরাও। পরিদর্শন করে এলাকার মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করেন পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। খোলা হয়েছে বর্ধমান পুর এলাকার জন্য ডেঙ্গু সংক্রান্ত একটি হেল্পলাইন নম্বরও (৭৩১৮৬৩৫৫৬৯)।