E Purba Bardhaman

মেমারীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ১৮ জন

18 people were injured in a head-on collision between a bus and a lorry in Memari

মেমারী (পূর্ব বর্ধমান) :- এক মাসে পরপর তিনবার দুর্ঘটনা। এরপরেও হুঁশ নেই একশ্রেণীর মানুষ ও বাস চালকদের। রবিবার দুপুরে মেমারী কদমপুকুর মোড়ের কাছে দমকল কেন্দ্রের সামনে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। কালনা থেকে মেমারীতে আসার পথে বাসটি দুর্ঘটনায় পরে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৮ জন। বাস ও লরির চালক দুর্ঘটনার পর আটকে পরেন গাড়ির ভেতরে। পুলিশ ও মেমারী দমকল কেন্দ্রের কর্মীরা এসে উদ্ধার কাজে হাত লাগান। জখমদের উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৫ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাসের মধ্যে তিনটি দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু এরপরও হুঁশ নেই বাস চালকদের। তাঁদের আরোও অভিযোগ, শক্তিপুর মোড় পার হওয়ার পর বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন মেমারী অভিমুখে আসা বেশ কিছু বাস। এর ফলে দুর্গাডাঙ্গা ও কদমপুকুর মোড়ের কাছে ইউটার্ন থাকায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। স্থানীয় প্রশাসন বারবার স্পীড ব্রেকার তৈরির কথা বললেও কোনও ব্যবস্থা নেয় নি। এদিন এই নিয়ে বিক্ষোভ শুরু হয়। দুর্ঘটনার জেরে রাস্তার দুপাশে মেমারী ও সাতগেছিয়া অভিমুখে তীব্র যানজটের সৃষ্টি হয়। মেমারী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।


Exit mobile version