Site icon E Purba Bardhaman

বর্ধমানে শুরু হল ১৯ তম শিশু মেলা

19th Shishu Mela started in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার থেকে বর্ধমানের কল্পতরু মাঠে শুরু হল ১৯তম শিশু মেলা। চিলড্রেনস্‌ কালচারাল সেণ্টারের পরিচালনায় ২৭ জানুয়ারী পর্যন্ত আলমগঞ্জের কল্পতরু মাঠে চলবে এই মেলা। পরবর্তী ২০ তম শিশুমেলা হবে ২০২৫ সালে। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করার কথা ছিল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজার। কিন্তু তিনি-সহ কোনো মন্ত্রীই এদিন আসেননি। পরিবর্তে এদিন মেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাপরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক প্রিয়াংকা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রমুখরা। এদিন মেলা কমিটির সভাপতি তথা বিধায়ক খোকন দাস বলেন, অন্যান্যবার এই শিশু মেলার জন্য টিকিট থাকলেও শিশুদের কথা ভেবে এবার থেকে টিকিট তুলে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, শিশু মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য শহরের সমস্ত স্কুল কর্তৃপক্ষকে চিঠি করা হয়েছে। পড়াশোনার চাপের মাঝেই শিশুরা যাতে নির্মল আনন্দ উপভোগ করতে পারেন সেজন্যই এই শিশু মেলার আয়োজন করা হয়েছে। 19th Shishu Mela started in Burdwan

Exit mobile version