E Purba Bardhaman

বর্ধমানে সিগারেট ব্যবসায়ী খুনে ধৃত ২

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের লস্করদিঘী পশ্চিমপাড় এলাকার ভাড়াটিয়া সিগারেট ব্যবসায়ীকে খুনের ঘটনার পুলিশ গ্রেপ্তার করল বাড়ির মালিকের দুই ছেলেকে। পুলিশের দাবি, টানা জেরায় অপরাধ কবুল করেছে ধৃত ২ জন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, এই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ির মালিকের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। তাতেই এই খুনের রহস্য উদ্‌ঘাটিত হয়। ধৃত শেখ আবিদ হোসেন, শেখ সাজিদ হোসেন বর্ধমান শহরের লস্করদিঘী পশ্চিম-পাড়ার বাসিন্দা। এদের বাড়িতেই ভাড়া থাকতেন ব্যবসায়ী সাজ্জাদ মন্ডল। পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত বুধবার ভর সন্ধ্যোয় বর্ধমান শহরে লস্করদিঘীতে সাজ্জাদ মণ্ডল নামে এক সিগারেট ব্যবসায়ী খুন হন। এই খুনের ঘটনায় অন্যান্যদের সঙ্গে সাজ্জাদ মণ্ডলের ভাড়া বাড়ির মালিকদেরকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বাড়ির মালিকের বড় ছেলের পরিবারের সাথে গণ্ডগোলের জেরে আবিদ ও সাজিদ সাজ্জাদকে মারধর করে এবং মঙ্গলবার রাতে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। বর্ধমান থানার পুলিশ দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে, তখন তারাও খুনের কথা স্বীকার করে। তারপরেই তাদের গ্রেপ্তার করা হয়।

Exit mobile version