E Purba Bardhaman

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ২ দিনের দ্বিতীয় বোটানিক্যাল কংগ্রেস

2-day 2nd Botanical Congress started at Burdwan University

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হল দুদিনের দ্বিতীয় বোটানিক্যাল কংগ্রেস। এদিন এই কংগ্রেসের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য্য আশীষ পাণিগ্রাহী। উপস্থিত ছিলেন, পদ্মশ্রী প্রাপক প্রফেসর সুধীর কুমার শপোরী, দিল্লীর ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্ল্যান্ট জেনোমি রিসার্চের ডিরেক্টর প্রফেসর শুভ্রা চক্রবর্তী, রাঁচীর আইসিএআর ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার বায়োটেকনলজির ডিরেক্টর প্রফেসর সুজয় রক্ষিত, লক্ষৌর সিএসআইআর ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিষ্ট প্রফেসর উমেশ সি লাভানিয়া, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের বিভাগীয় প্রধান রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য্য আশীষ পাণিগ্রাহী বলেন, বর্তমান সময়ে বোটানি বিভাগের গুরুত্ব অনেক অনেকগুণ বেড়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছের গুরুত্ব কী তা সকলেই বুঝতে পারছেন। গোটা বিশ্ব জুড়েই বায়ুমণ্ডলের তারতম্য ঘটছে। পরিবর্তন ঘটছে স্বাভাবিক জৈব বৈচিত্র্যের। এই বিজ্ঞান কংগ্রেসের মূল লক্ষ্যই হল কীভাবে নতুন আবহাওয়াকে গ্রহণ করা হবে। অর্থনীতি, সমাজ, শিক্ষা ক্ষেত্রের যে প্রতিযোগিতা তাকে মাথায় রেখে আমাদের এই মাতৃভূমি পৃথিবীকে রক্ষা করা হবে তারই অন্বেষণ। তিনি জানিয়েছেন, এই বিজ্ঞান কংগ্রেসের আয়োজকরা চাষীদের সঙ্গে মিলিত হবেন। বর্তমানে চাষাবাদের সমস্যা বা উন্নতি নিয়ে তাঁদের মতামত জানাবেন চাষীরা। চাষে ড্রোনের ব্যবহার সম্পর্কেও তাঁদের মতামত জানা যাবে। এই দুদিনের কংগ্রেসে অংশ নিচ্ছে প্রায় ৫০টি স্কুলের ছাত্রছাত্রীরাও। উল্লেখ্য, এই দ্বিতীয় বোটানিক্যাল কংগ্রেসের উদ্যোগ নিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ। সহযোগিতায় রয়েছে ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল বায়োটেকনোলজি (আইআইএবি, আইসিএআর), বোটানিক্যাল সোসাইটি অফ বেঙ্গল এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

Exit mobile version