Site icon E Purba Bardhaman

জামালপুরে ক্যানালে গাড়ি পড়ে মৃত্যু হলো ২ জনের, আহত ২

2 dead, 2 injured after car falls into canal in Jamalpur

জামালপুর (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের দশঘড়া এলাকায় জলসা থেকে চারচাকা গাড়ি করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানালে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ২ জনের। একই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মাধবপুর সংলগ্ন এলাকায় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ। কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। জামালপুর হাসপাতালে ১ জনকে মৃত ঘোষণা করা হয়। মৃত যুবকের নাম নূরসেলিম শেখ (১৪)। আশঙ্কাজনক অবস্থাতে ৩ জনের মধ্যে ২ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১ জনের মৃত্যু হয়। মৃত যুবকের নাম আব্বাস আলি মল্লিক (২৬)। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরও এক যুবক। তাঁর নাম সেখ আলফাজ (২৩)। জামালপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর শেখ সায়ন হক নামে আরও এক যুবককে ছেড়ে দেওয়া হয়। মৃত ও আহত যুবকদের বাড়ি জামালপুরের কেরিলি এলাকায়। 2 dead, 2 injured after car falls into canal in Jamalpur

Exit mobile version