বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একদল তৃণমূল সমর্থক দুর্গাপুরের দিক থেকে ধর্মতলার ২১শে জুলাই-এর সভায় যাবার পথে গলসী থানার কোলকোল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল মোটরবাইকে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন সেখ দিলওয়ার (৫৫) এবং তাঁর স্ত্রী পিয়ারী বেগম (৪৫)। তাদের সঙ্গে থাকা নাতনি রাজকুমারী খাতুন (৩) গুরুতর জখম হয়েছে। এই ঘটনায় স্থানীয় মানুষ ঘাতক চারচাকা গাড়ির যাত্রী ও চালককে ধরে ফেলে। তাদের একটি জায়গায় আটকেও রাখা হয়। পরে পুলিশ গিয়ে ওই চারচাকা গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। আটক করেছে চারচাকা গাড়িটিকেও। গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। মৃত পিয়ারী বেগমের ভাই মীর তোজ্জামেল হক এবং মামা আসগর আলি মল্লিক জানিয়েছেন, মৃতদের বাড়ি আউশগ্রাম থানার কুলটি রানীগঞ্জ এলাকায়। এদিন সকালে তাঁরা বেড়িয়েছিলেন প্রথমে গলসীর পুরষায় পিয়ারী বেগমের বাপের বাড়িতে আসার জন্য। সেখান থেকে ওমরপুরে পিয়ারী বেগমের দিদির জামাইয়ের পা ভেঙে যাওয়ায় সেখানে তাকে দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পুরষা যাবার পথেই কোলকোল মোড়ে এই দুর্ঘটনায় মারা যান দুজন। দুর্ঘটনায় জখম রাজকুমারী খাতুন(৩)কে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অনাময় সুপার স্পেশালিটি উইং হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।