বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তীর্থযাত্রী বোঝাই বাস দেওঘর থেকে কলকাতার কালীঘাটে যাবার পথে বুধবার ভোরে পূর্ব বর্ধমানের ২নং জাতীয় সড়কের সুকান্তপল্লীর কাছে দুর্ঘটনার কবলে পড়ল। দুর্ঘটনায় মারা গেলেন ২ জন মহিলা তীর্থযাত্রী। বাসের যাত্রী আহত সম্পদ নিশাদ জানিয়েছেন, মঙ্গলবার বিকালে ঝাড়খণ্ডের বাসুকিনাথ থেকে জল তুলে তাঁরা রওনা হয়েছিলেন দেওঘরে বাবাধামের উদ্দেশ্যে। সেখান থেকে রাত্রে একটি বাস ভাড়া করে তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন। বাসে প্রায় ৭৫জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই মহিলা। ছিল কয়েকটি শিশুও। বুধবার ভোর ৩টে নাগাদ ২নং জাতীয় সড়ক ধরে যাবার সময় বর্ধমান শহরের উপকণ্ঠ সুকান্তপল্লীর কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরীর পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। আশঙ্কাজনক অবস্থায় প্রায় ২৫জন যাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মীরা দেবী(৩৫) এবং সুনয়নাদেবীকে (৫০) চিকিত্সক মৃত ঘোষণা করেন। মৃতদের উভয়েরই বাড়ি উত্তরপ্রদেশের কুশীনগর জেলার গৌড়ী জগদীশ (বীনটোলা) এলাকায়। আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুহান প্যাটেল এবং কুন্তীদেবীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও সায়না দেবী এক যাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন লালন যাদব, পি সি কেশব, লছমী কুমারী, রামাবতী দেবী, সোমারিয়া দেবী,কুসুম দেবী, রাধিকা দেবী এবং পাওয়ার নিশাদ। যাত্রীরা জানিয়েছেন,বাসের চালক ঘুমিয়ে পড়ার জন্যই সম্ভবত এই দুর্ঘটনা ঘটে। অন্যান্য যাত্রীরা যথারীতি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বাসের চালককে পুলিশ গ্রেফতার করেছে।