E Purba Bardhaman

ইন্ডিয়ান অয়েলের অফিস থেকে ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ চুরি, ধৃত ২ জন

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ইন্ডিয়ান অয়েলের অফিস থেকে ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতদের নাম বিদ্যুৎ পোড়েল ও শেখ আক্কাশ ওরফে রাকেশ। গলসি থানার সাটিনন্দী গ্রামে বিদ্যুতের বাড়ি। অপরজনের বাড়ি শহরের বিসি রোড এলাকায়।
পুলিস জানিয়েছে, হলদিয়া থেকে বিহারের বারৌনি পর্যন্ত ক্রুড অয়েল নিয়ে যাওয়ার জন্য পাইপ লাইন বসানোর কাজ চলছে। গলসির খানা জংশনে ইন্ডিয়ান অয়েলের অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। কিছুদিন আগে ক্যাম্পের শার্টার ভেঙে ভিতর থেকে বেশকিছু যন্ত্রাংশ ও ১০টি ব্যাটারি চুরি হয়ে যায়। দিনকয়েক পর ক্যাম্পে ফের চুরির ঘটনা ঘটে। চোরে আরও ৪টি ব্যাটারি ও কিছু যন্ত্রাংশ নিয়ে পালায় চোরে। এনিয়ে ইন্ডিয়ান অয়েলের তরফে রাকেশ লাকড়া থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ভোররাতে ইন্ডিয়ান অয়েলের ক্যাম্পের কাছে বিদ্যুৎ ও আক্কাশ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিস তাদের আটকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।


Exit mobile version