E Purba Bardhaman

এবার বর্ধমানে ছেলেধরা সন্দেহে গণপিটুনি যুবক-যুবতীকে

2 people were beaten up in Burdwan on suspicion of child abduction.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার ছেলেধরা সন্দেহে এক যুবক ও যুবতীকে বেধড়ক মারধর করার ঘটনা ঘটল বর্ধমান শহরের খাঁপাড়া এলাকায়। আক্রান্তদের জনতার হাত থেকে উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে খাঁপাড়া এলাকায় ২ যুবতী ও ৩ যুবককে তাঁরা দেখেন একটি ছেলেকে লজেন্স কিনে দেবার নাম করে তাকে কোথাও নিয়ে যাবার চেষ্টা হচ্ছে। বিষয়টি সন্দেহ হওয়ায় তাঁরা ওই যুবক-যুবতীদের তাড়া করলে এক যুবতী-সহ দুই যুবক পালিয়ে যায়। স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে এক যুবক ও এক যুবতী। যদিও এদিন ধৃত যুবকটি মেয়েদের পোশাক এবং যুবতী ছেলেদের পোশাক পড়েছিল। এরপরই ছেলেধরা সন্দেহে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ ওই যুবক ও যুবতীকে আটক করে নিয়ে আসে। ওই যুবক-যুবতী জানিয়েছে তাঁরা ভিক্ষা করছিল, সেই সময় তাঁদের মিথ্যা সন্দেহ করে মারধর করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ছেলেধরার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এব্যাপারে যাঁরা মারধর করেছে তাঁদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, জানা গেছে, যে যুবতীকে এদিন মারধর করা হয়েছে কিছুদিন আগে তাকে গাংপুর এলাকাতেও চোর সন্দেহে আটক করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জেলা পুলিশের পক্ষ থেকে গুজবে কান না দেওয়া এবং আইনকে নিজের হাতে না নেওয়ার আবেদন জানানো হচ্ছে। এদিন পুলিশ সুপারও জানিয়েছেন, তাঁরা জনগণের কাছে আবেদন রাখছেন, গুজবে কান দেবেন না। কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। সন্দেহ হলে পুলিশকে জানান। এদিনের এই মারধরের ঘটনায় ৬ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Exit mobile version