E Purba Bardhaman

পাড়ায় পাড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রবীন্দ্রপল্লী এবং ইছলাবাদে চালু হ’ল ২ টি সুস্বাস্থ্য কেন্দ্র

Su-Swasthya Kendra Burdwan Municipality

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পাড়ায় পাড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্ধমান শহরে চালু হ’ল দুটি সুস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার বর্ধমান পৌরসভার উদ্যোগে চালু হওয়া সুস্বাস্থ্য কেন্দ্র দুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান-ইন-কাউন্সিল সুশান্ত অধিকারী, পুরসভার স্থাস্থ্য আধিকারিক ডাক্তার দেবব্রত রায় প্রমুখ। পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, দুঃস্থ সাধারণ মানুষ যাতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পেতে পারেন সেই লক্ষ্য নিয়েই পুরসভা এবং রাজ্য সরকার কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসাবে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ধমান পৌরসভার ৩৫ ওয়ার্ডেই ৩৫ টা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরী করা তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন পরেশচন্দ্র সরকার। তিনি জানিয়েছেন, পরবর্তী অর্থ বর্ষের ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরীর জন্যও জায়গা চিহ্নিত হয়ে গেছে।

দেবব্রত রায় জানিয়েছেন, এই অর্থ বর্ষে বর্ধমান পৌরসভা এলাকায় ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরীর জন্য রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। সেই অনুমোদন অনুযায়ী ইতিমধ্যেই বর্ধমান পুরসভার গোদা এবং কালনাগেট এলাকায় দুটি সুস্বাস্থ্য কেন্দ্র-র উদ্বোধন হয়েছে। এদিন ৮ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এবং ১০ নম্বর ওয়ার্ডের ইছলাবাদে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র-র উদ্বোধন করা হ’ল। এরপর চালু হবে ১৫ নম্বর ও ২৭ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র। চলতি অর্থ বর্ষে ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার পর আগামী অর্থ বর্ষে আরও ৮ টি এবং পরবর্তী অর্থ বর্ষে আরও ৫ টি সুস্বাস্থ্য কেন্দ্র-র উদ্বোধন হবে বলে জানিয়েছেন দেবব্রত রায়। তিনি জানিয়েছেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রাথমিকভাবে মানুষজনকে বিনামূল্যে আউটডোর চিকিৎসা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকছে। সপ্তাহে ৬ দিন সকাল ১০ টা থেকে বিকেল ৮ টে পর্যন্ত খোলা থাকবে পরিষেবা। পরবর্তী সময়ে প্যাথলজিক্যাল পরীক্ষানিরীক্ষার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। দেবব্রত রায় জানিয়েছেন, বর্ধমান পৌরসভার হেলথ সেন্টার, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার, সাব-হেলথ পোস্ট রয়েছে। এরমধ্যে যে ২৭ টা সাব-হেলথ পোস্ট আছে সেগুলি আসতে আসতে বন্ধ হয়ে উন্নত সুস্বাস্থ্য কেন্দ্রয় পরিবর্তন হবে।

Exit mobile version