বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিষক্রিয়ার জেরে সোমবারই পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি নির্দিষ্ট ব্যাচের আমূল মিষ্টি দই বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার জেলার সমস্ত খুচরা বিক্রেতা, পরিবেশক এবং পাইকারি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয় বাঁকুড়া জেলায় ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেড-এর প্রস্তুত এই আমূল মিষ্টি দইয়ের একটি নির্দিষ্ট ব্যাচে (KPV3653) বিষক্রিয়া পাওয়া গেছে। জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার ২ টি ব্লক থেকে খাদ্যে বিষক্রিয়ার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। এবং এই বিষক্রিয়ার সূত্র ধরে বাঁকুড়ার জয়রামবাটির ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেড-এর প্রস্তুত KPV3653 ব্যাচের ‘আমূল মিষ্টি দই’-এর নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনার মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষায় স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়া পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, মেমারী ২-এর পাহাড়হাটিতে ৩ জানুয়ারি ও রায়না ২ ব্লকের মাধবডিহিতে ৫ জানুয়ারি দুটো শ্রাদ্ধ বাড়িতে এই দই খেয়ে ২০০-র বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন। তিনি জানিয়েছেন, এর মধ্যে পাহাড়হাটির ৭০ জন এবং মাধবডিহির ৬০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বর্তমানে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।