E Purba Bardhaman

খাসকথা পত্রিকার ২১ তম বর্ষ উদ্‌যাপন ও বার্ষিক পত্রিকার উদ্বোধন

21st year celebration of Khas Katha Newspaper and inauguration of annual magazine

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ছোট ছোট সংবাদপত্র, ম্যাগাজিনগুলিই সমাজের দর্পণের ভূমিকা পালন করছে। এই সমস্ত সংবাদপত্র বা লিটল ম্যাগাজিন কবি, সাহিত্যিকদের লেখালেখির জায়গা গড়ে দিচ্ছে। রবিবার বর্ধমান জাগরী সভাঘরে বর্ধমানের সংবাদপত্র খাসকথা পত্রিকার ২১ বছর পূর্তিতে একথাই উচ্চারিত হল বক্তাদের কণ্ঠে। এদিন পত্রিকার ২১ তম বর্ষ উদ্‌যাপনের পাশাপাশি বার্ষিক পত্রিকার উদ্বোধন করা হয়। এছাড়াও এদিন একাধিক লেখক লেখিকাদের সম্বর্ধিত করা হল খাসকথা পত্রিকার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও আবৃত্তিকার ড. দেবেশ ঠাকুর, অধ্যাপক সুজিত চৌধুরী, জাতীয় শিক্ষক পুরষ্কার প্রাপক শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, শিক্ষারত্ন পুরষ্কার প্রাপক তাপস পাল, সাংবাদিক উদিত সিংহ, বিপুন ভট্টাচার্য প্রমুখরা। পত্রিকা সম্পাদক মাধব ঘোষ জানিয়েছেন, বিভিন্ন লেখক লেখিকারা তাঁদের লেখা পাঠালেও তাঁদের সকলের সঙ্গে সকলের যোগাযোগ ঘটানোর জন্যই এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Exit mobile version