E Purba Bardhaman

বাসের রেষারেষি, পৃথক পৃথক দুর্ঘটনায় জখম প্রায় ২৭

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সকালে পৃথক পৃথক বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২৭ জন। এদিন সকালে রেষারেষি করতে গিয়ে বর্ধমান কৃষ্ণনগর রুটের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। এই ঘটনায় কোন যাত্রীর মৃত্যু না হলেও আহত হয়েছেন ১৭জন যাত্রী। আহতদের সকলকেই কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য উদ্ধার করে পাঠায় কুড়মুন ফাঁড়ির পুলিশ। এদের মধ্যে জখম ৪ জন যাত্রীর অবস্থা খারাপ হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তররিত করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান নবদ্বীপ রাস্তার দেওয়ানদিঘী থানার পারুই মোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দু’মাস আগেই এই বাসটিই দেওয়ানদীঘি থানা এলাকার পলাশি মোড়ে দুর্ঘটনা ঘটিয়েছিল। সেদিনও দুর্ঘটনার পিছনে কারন উঠে এসেছিল রেষারেষি। দেওয়ানদিঘী থানার পুলিশ বাসটিকে আটক করলেও বাসের চালক ও খালাসি পলাতক। অন্যদিকে, বুধবার দুপুরে বর্ধমানের রায়না থানার দলুইদিঘীর কাছে দুটি বাসের রেষারেষির জেরে যাত্রী বোঝাই একটি বাস উলটে আহত হলেন প্রায় ১০ জন যাত্রী। যাত্রীদের অভিযোগ, বাসটি রায়নার গৈতান থেকে বর্ধমান আসার পথে অন্য একটি বাসের সংগে রেসারেসি শুরু করে। অপর বাসটি এগিয়ে যাওয়ায় দুর্ঘটনাগ্রস্থ বাসটি তাকে ধাওয়া করে। এই সময় বাসের সামনে একটি গরু পরে গেলে দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। আহত যাত্রীদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে কাটোয়া শহরের দিকে যাওয়ার সময় মঙ্গলকোটে নয়নজুলিতে বাস উলটে জখম হন প্রায় ৪০ জন যাত্রী।

Exit mobile version