E Purba Bardhaman

কাটোয়ায় শুরু হলো ৩ দিনের ‘রাজ্য কবিয়াল মেলা ও কর্মশালা’

3-day 'State Kabyal Mela and Workshop' begins in Katwa

কাটোয়া (পূর্ব বর্ধমান) :- লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাটোয়ায় শুরু হলো ‘রাজ্য কবিয়াল মেলা ও কর্মশালা’। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় কাটোয়া মহকুমা গ্রন্থাগারে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা ও কর্মশালা। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সহা, জেলা পরিষদে কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, মাম্পি রুদ্র প্রমুখ।
পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল জানিয়েছেন, শিল্পীদের মান উন্নয়নে এই বিশেষ কর্মশালা। ৩ দিনের এই কর্মশালায় পূর্ব বর্ধমান জেলা-সহ বীরভূম ও মুর্শিদাবাদ জেলার মোট ১০০ জন কবিগানের লোকশিল্পী অংশগ্রহণ করবেন। জেলায় এই ধরনের কর্মশালা আয়োজনে খুশি জেলার লোকশিল্পীরা।

Exit mobile version